ঢাবি ‘ঘ’ ফাইনাল মডেল টেস্ট ২০২০ (ফিজিক্যালি) কার্যক্রমে ভর্তি চলছে

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: আগস্ট 07, 2021

প্রিয় ঢাবি ‘ঘ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা জানো, অন্যান্য ইউনিটের থেকে ‘ঘ’ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা একটু বেশিই হয়ে থাকে। তুলনামূলক সিট সংখ্যা বেশি এবং নিজ বিভাগ পরিবর্তন করার সুযোগ এর কারণেই মূলত সবার টার্গেটও থাকে এই বিভাগের উপর। যে কারণে এখানে হয়ে থাকে তীব্র প্রতিযোগিতা। আর এই কঠিন প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে চাইলে বার বার পরীক্ষা দিয়ে প্রস্তুতির মান যাচাই করার বিকল্প নেই। কারণ শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে সকল দূর্বল জায়গাগুলো চিহ্নিত করে গোছানো প্রস্তুতি গ্রহণ করতে হবে। এছাড়া এই প্রস্তুতি শেষে প্রস্তুতির মান যাচাই করতে পরীক্ষা দিয়ে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে হবে, আর আত্মবিশ্বাসকে দৃঢ় করে এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে।

শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি একজন শিক্ষার্থীর জন্য কতটা উপকারী আমরা জানি। তাই তোমাদের স্বপ্নের পথটি আরও মসৃণ করতে ‘উন্মেষ’ আয়োজন করেছে ঢাবি ‘ঘ’ ফাইনাল মডেল টেস্ট ২০২০ (ফিজিক্যালি) কার্যক্রম। যেখানে তোমরা ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। একইসাথে ভর্তি পরীক্ষার অনুরূপ Written + MCQ প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে ঝালাই করতে পারবে। সর্বোপরি অনুরূপ পরীক্ষার প্রশ্নে বারবার পরীক্ষা দেওয়ার ফলে তোমাদের পরীক্ষা ভীতি দূর হবে। ফিজিক্যালির পাশাপাশি অনলাইনেও পরীক্ষা দেওয়া যাবে।

 রুটিন  ডাউনলোড করোভর্তি হতে ক্লিক করো

কোর্স বিবরণী:

  • বিষয়ভিত্তিক ৪টি স্পেশাল ক্লাস (Zoom লাইভ সন্ধ্যা ৭:০০টায়)
  • সাবজেক্ট ফাইনাল এক্সাম - ০৮ সেট
  • কম্বাইন্ড এক্সাম - ০৪ সেট
  • ফাইনাল মডেল টেস্ট - ০৬ সেট
  • ১৫৮৪ প্রশ্ন সংবলিত ফাইনাল সল্যুশন বুক
  • ফিজিক্যাল/অনলাইনেও পরীক্ষা দেওয়া যাবে
★শুরু: ০৪ অক্টোবর, ২০২১

কোর্স ফি: ২০০০/- (দুই হাজার টাকা) [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়!]

 

 

 

 

< সকল পোষ্টে ফিরে চলুন