‘মেডিকেল সম্ভাবনা ২০১৮’- পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ - ৩১ আগস্ট, ২০১৮। পরীক্ষার ধরণ - MCQ, ১০০ নম্বর, ১ঘন্টা (ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না) এবং পরীক্ষার সিলেবাস - ‘উন্মেষ মেডিকেল প্রশ্নব্যাংক’ + ‘উন্মেষ উইকলি সল্যুশন বুক (০১-১০)’ । পরীক্ষার সময় - মেয়েদের জন্য ; সকাল ৮টা/সকাল ৯:৩০টা এবং সকাল ১১টা। আর ছেলেদের জন্য; বিকাল ২:৩০টা/বিকাল ৪টা এবং বিকাল ৫:৩০টা। আর হ্যাঁ, পরীক্ষা হবে দেশব্যাপী ‘উদ্ভাস-উন্মেষ’-এর সকল শাখায়।
‘মেডিকেল সম্ভাবনা ২০১৮’-এর ভর্তি তথ্য:
২০১৮ সালে মেডিকেল ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, যার ভর্তি ফি - ৫০০/- । আর হ্যাঁ, ভর্তি হতে প্রয়োজন হবে এক কপি রঙিন ছবি ও HSC প্রবেশপত্রের ফটোকপি। ভর্তি হওয়া যাবে দেশব্যাপী ‘উদ্ভাস-উন্মেষ’- এর সকল শাখায়। ভর্তির শেষ তারিখ ৩০ আগস্ট, ২০১৮।
উৎসাহমূলক মেধাবৃত্তি:
‘মেডিকেল সম্ভাবনা’ মেধাবৃত্তি ৫ লক্ষ টাকা (প্রথম ১০০০ জন ৫০০/-)
জাতীয় মেধায় উচ্চ শিক্ষাবৃত্তি ৭ লক্ষ ৪৫ হাজার টাকা (উন্মেষিয়ানদের জন্য)