প্রিয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
সময় যতই যাচ্ছে, ততই ঘনিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার সময়। করোনার ভয়াল দিনগুলোর মধ্যেও মেডিকেলের সাদা এপ্রোন পরা বর্ণীল প্রাঙ্গণের স্বপ্ন ক্রমশই সবার মাঝে উঁকি দিচ্ছে । হাতছানি দিচ্ছে সামনের সোনালী দিনগুলো ।
হ্যাঁ, মেডিকেলের এই স্বপ্ন দেখার পাশাপাশি একথাও সত্যি যে, এই স্বপ্নকে পূর্ণতা দিতে প্রয়োজন নিরন্তর চেষ্টা, শেষ মুহূর্তে বারবার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত প্রশ্নব্যাংক এনালাইসিস করে পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করা। যেন এই তীব্র প্রতিযোগীতার মাঝেও সবার চেয়ে তুলনামূলকভাবে এগিয়ে থাকা যায়, পূর্ণতার স্বাদ এনে দেওয়া যায় নিজের স্বপ্নকে।
তোমাদের এই স্বপ্ন এবং প্রচেষ্টার সন্ধিক্ষণে ‘উন্মেষ’-এর আয়োজন, ‘ফিজিক্যালি মেডিকেল ফাইনাল মডেল টেস্ট-২০২০ ’। ব্রাঞ্চ খোলার পর দেশব্যাপী উন্মেষ এর সকল শাখায় উক্ত প্রোগ্রামের ফিজিক্যালি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিস্থিতি সাপেক্ষে যদি তা সম্ভব না হয়, তবে তা অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হবে। আর এই প্রোগ্রামের মাধ্যমে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময় সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। ধারণা পাবে কোন কোন টপিকস থেকে কেমন প্রশ্ন আসে এবং কোন টপিকসগুলো কেমন গুরুত্বপূর্ণ ইত্যাদি বিষয়ে। আর এর পাশাপাশি নিয়মিত পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবে নিজের ভর্তি প্রস্তুতি এবং শুধরে নিতে পারবে প্রস্ততিতে বিদ্যমান সমস্যাগুলো।
★ কোর্স বিবরণী:
★ কোর্স ফি: ১০০০/- (এক হাজার টাকা) [ ৫০০/- ছাড়! ]
সংশোধিত ফাইনাল মডেল টেস্ট রুটিন ভর্তি হতে ক্লিক করো
উল্লেখ্য যে, কোন শিক্ষার্থী যদি উপরোক্ত কোর্স এর পাশাপাশি ‘2 Materials + Extra Info & GK Update’ কোর্সটি নিতে চায়, তবে উপরোক্ত কোর্স ফি এর পাশাপাশি অতিরিক্ত ৫০০/- পেমেন্ট করতে হবে এবং যেখানে পাবে-
- Medical Question Bank - 01
- Medical GKE Question Bank - 01
- All Subject Extra Info.
- GK Update