উন্মেষ-এর ‘মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ২০১৯’ প্রোগ্রামে ভর্তি চলছে…

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: জুলাই 25, 2019

ডাক্তার হওয়ার স্বপ্ন যারা শৈশব থেকে লালন করে আসছো, নিশ্চয়ই তোমরা এখন সেই স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে? এখন  ঘুমের ঘোরেও হয়তো ভাবছো আমি কি পারবো আমার স্বপ্নকে আপন করে নিতে কিংবা কতটুকুইবা সম্ভাবনা নিজেকে জয়ী করার? তোমাদের এমন ভাবনা এবং স্বপ্নপূরণের সন্ধিক্ষণে তোমাদের সহায়ক বন্ধু উন্মেষ নিয়ে এলো ‘মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ২০১৯’ । এর মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রতিটি শিক্ষার্থী স্বল্প সময়ে সম্পূর্ণ সিলেবাসের উপর কার্যকরী প্রস্তুতি,  মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা লাভ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে  দৃঢ়  আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হবে। এমনকি  যারা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি ‘ক’ -এর জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতেও অংশ নিতে চাও তাদের জন্যও এটি একটি কার্যকরী উদ্যোগ । মনে রেখো এগিয়ে থাকার কোন বিকল্প নেই।

‘মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ২০১৯’-এর ভর্তি তথ্য:

২০১৯ সালের মেডিকেল ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, যার ভর্তি ফি -১০০/- (উন্মেষের শিক্ষার্থীদের জন্য ফ্রি) । আর হ্যাঁ, ভর্তি হতে প্রয়োজন হবে এক কপি রঙিন ছবি ও HSC প্রবেশপত্রের ফটোকপি। ভর্তি হওয়া যাবে দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ’- এর সকল শাখায়

  • মেডিকেল-২০১৯ ভর্তিচ্ছুদের প্রস্তুতি যাচাই পরীক্ষা।
  • পরীক্ষার সিলেবাস, সময় ও মানবন্টন মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ।
  • মেধাতালিকার প্রথম ৩০০০ জনের জন্য সর্বমোট ৬ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি (৩০০০*২০০/-)।
  • অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য ৫০০০ প্রশ্ন-সমাধান সংবলিত ১টি ফাইনাল সল্যুশন বুক ফ্রি।
  • পরীক্ষা হবে ২ সেপ্টেম্বর ২০১৯ 

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/faa/1.5/16/1f449.png  ভর্তি ফরম ডাউনলোড করতে ক্লিক করুন: http://bit.ly/2MgL4gH

 


< সকল পোষ্টে ফিরে চলুন