উন্মেষ-এর “মেডি এডভান্স ২০১৯” কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: অক্টোবর 08, 2018

২০১৯ সালের HSC পরীক্ষার্থীদের অগ্রীম মেডিকেল প্রস্তুতি সহায়ক মেধাবৃত্তি প্রতিযোগিতা “উন্মেষ মেডি এডভান্স ২০১৯” ।মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অগ্রীম ধারণা লাভ এবং তুমুল প্রতিযোগিতার এই যুগে মেডিকেল ভর্তি প্রস্তুতিতে যাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছুটা হলেও এগিয়া রাখা যায় সে উদ্দেশ্যকে সামনে রেখেই উন্মেষের এই আয়োজন।  

‘উন্মেষ মেডি এডভান্স ২০১৯’- এর গুরুত্বপূর্ণ তথ্য:

২০১৯ সালের HSC বিজ্ঞান বিভাগের যেকোন পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় ভর্তি হতে পারবে। মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপভাবে (MCQ, ১০০ নম্বর, ১ ঘণ্টা, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সিলেবাস- ‘উন্মেষ মেডিকেল প্রশ্নব্যাংক: ২০০০-২০১৭ (ভর্তির সময় দিয়ে দেয়া হবে)। রেজিস্ট্রেশন ফরম পূরণ করে ৬/১০/১৮ হতে ২২/১০/১৮ ইং তারিখের মধ্যে উন্মেষের যেকোন শাখায় জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়:

পূজার ছুটির মধ্যে অর্থাৎ ২৪ অক্টোবর, ২০১৮ (বুধবার) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়-  মেয়ে: সকাল ৮ টা/সকাল ৯:৩০ টা/সকাল ১১:০০ টা এবং ছেলে: বিকাল ২:৩০ টা/বিকাল ৪:০০ টা/বিকাল ৫:৩০ টা।   

ভর্তি ফি: ৩০০/- (তিনশত টাকা মাত্র)

উৎসাহমূলক মেধাবৃত্তি: ‘মেডি এডভান্স’ মেধাবৃত্তি ২ লক্ষ ৫০ হাজার টাকা (প্রথম ৫০০ জন * ৫০০/-)

 


< সকল পোষ্টে ফিরে চলুন