‘উন্মেষ ফাইনাল মডেল টেস্ট ২০১৮’- কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: জুলাই 31, 2018

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপ প্রশ্নপত্রের উপর অনুশীলন করতে পারলে একজন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী বিভিন্ন দিক দিয়ে উপকৃত হতে পারে।  যেমন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময়, মান ইত্যাদির সাথে পরিচয় হওয়া  এবং পরীক্ষাভীতি  দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো। উন্মেষ পরিবার মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এমন সুবিধাগুলোর সমন্বয়ে বরাবরের মতো এবারও আয়োজন করেছে ‘উন্মেষ ফাইনাল মডেল টেস্ট ২০১৮’। যার মাধ্যমে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে তাদের পড়াশোনার অবস্থা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা অর্জন করতে পারবে।

উন্মেষের এ বছরের উন্মেষ ফাইনাল মডেল টেস্ট ২০১৮’-তে থাকছে ১ টি মেডিকেল প্রশ্নব্যাংক + ১ টি GKE প্রশ্নব্যাংক + ১০ টি উইকলি সল্যুশন বুক + ২১ সেট পরীক্ষা এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ৩২০০ প্রশ্ন ও সমাধান সংবলিত ফাইনাল সল্যুশন বুক।

‘উন্মেষ ফাইনাল মডেল টেস্ট ২০১৮’-এর ভর্তি ফি ১৫০০/-। যার ভর্তি চলছে ‘উদ্ভাস-উন্মেষ’-এর সকল শাখায়। 

ভর্তির সময় অবশ্যই এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি ও ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।   

 
 
 

< সকল পোষ্টে ফিরে চলুন